BD News
আবারো দ্রুততম মানব-মানবী মেজবাহ ও শিরিন!
জাতীয় অ্যাথলেটিকসের ১০০ মিটার স্প্রিন্টের স্বর্ণটা যেন অবধারিতভাবে লেখা রয়েছে নৌবাহিনীর দুই অ্যাথলেট মেজবাহ ও শিরিনের জন্যই।বৃহস্পতিবার আসরের উদ্ধোধনী দিনে মেজবাহর সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন আবদুর রউফ।কিন্ত মহিলাদের ইভেন্টে অবশ্য তা হয়নি।খুব সহজেই জয়ী হয়েছেন শিরিন।১০০ মিটারে সেরা স্প্রিন্টারের মুকুট মেজবাহ জিতেছেন পাঁচবার। অন্যদিকে শিরিন চারবার।
0 comments